মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে সিংগাইর পৌরসভার ঋষিপাড়া এলাকায় কারিগরি ট্রেনিং ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেলের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বিজয়পাশা গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয়ারা জানান, কারিগরি ট্রেনিং ইনস্টিটিউটের ওই নির্মাণাধীন ভবনে রাসেলসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুরে কাজ করা অবস্থায় ভবনের ৬ তলার ছাদ থেকে নিচে পড়ে যায় রাসেল মিয়া। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : উপকারী জলকপাট এখন মরণফাঁদ!
সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। স্বজনরা নিহত রাসেলের লাশ নিয়ে নিজ জেলার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড