হামিদ রনি, নোয়াখালী
নোয়াখালী সদরে চোরাই মোটরসাইকেলসহ এক মেকানিককে আটক করেছে সুধারাম থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক হওয়া মহিনউদ্দিন (২৮) নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হুগলি গ্রামের নুরুল আমিনের ছেলে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদ পাই দাদপুর ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকায় মইন হোন্ডা গ্যারেজে কিছু চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করার জন্য রাখা আছে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক হোন্ডা মেকানিক মহিনউদ্দিনকে আটক করে।
আরও পড়ুন : বাড়ির আঙিনায় গাঁজা চাষ, নারীসহ গ্রেফতার ২
তিনি আরও বলেন, মোটরসাইকেল চোরেরা তার গ্যারেজে চোরাই মোটরসাইকেল বিক্রি করে। পরে ওই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড