আনোয়ার পারভেজ, নাটোর
নাটোরের গুরুদাসপুরে বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে চাচাতো ভাইকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে নাজিরপুর বাজারের আলিম মাদরাসার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রমজান আলী দেবোত্তর গরিলা গ্রামের কছিমুদ্দিনের ছেলে।
আহত রমজানের পরিবারের অভিযোগ, সায়তুল্লাহ প্রামাণিকের ছেলে আল আমিন ও তার সহযোগীরা ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রমজান আলীর সাথে তার চাচাতো ভাই মোস্তফার জমি সংক্রান্ত বিরোধ ও মামলা রয়েছে।
মোস্তফা সেই মামলা তুলে নিতে ও পুকুর দখলে নিতে আল আমিন ও তার সহযোগীদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে ব্যবহার করে। সেই নিয়ে বিরোধের জেরে আল আমিনদের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছিল তারা। রমজান মামলা তুলে না নেয়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান তার পরিবার।
আরও পড়ুন : তরুণ-তরুণীকে জিম্মি করে অর্থ আদায়
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, জমি-জমা নিয়ে বিরোধে তর্কাতর্কির এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি নিজে ঘটনাস্থলে অবস্থান করছেন। কিন্তু কেউ এ ব্যাপারে মামলা করেনি বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড