সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার (২৪ মে) সলঙ্গা থানাধীন রামারচর মহাসড়কের পাশে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জসীম আলী (২৭), মৃত কামাল উদ্দিনের ছেলে শাহ জামাল (৪০) এবং বারদাগ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন (১৯)।
র্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড