কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানিতে ডুবে রহমান হোসেন (০৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের আলীয়াটনগর শিশুটির নানা বাড়ি এ ঘটনা ঘটে।
মৃত রহমান হোসেন জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মণ্ডলপাড়ার দিনমজুর জাকিরুল ইসলামের ছেলে৷ সে চিৎলা সরকার মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের নানা আসাদুল হক বলেন, রবিবার আমার নাতি ছেলে রহমান হোসেন আমাদের বাড়িতে আসে। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : বাড়ির আঙিনায় গাঁজা চাষ, নারীসহ গ্রেফতার ২
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড