মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা কুটিরশিল্প ও পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) রাতে উপজেলার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংসদ ও জেবি ট্রেড ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর জামিউল ইসলাম জমু, জেবি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরও পড়ুন : উদ্বোধনী দিনেই ছেলে-মেয়েদের দুর্দান্ত জয়
মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটিরশিল্প পণ্যের ৭৬টি স্টল রয়েছে। এতে হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী পাওয়া যাবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড