সারাদেশ ডেস্ক
খুলনার রায়ের মহল কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হয়েছেন অধ্যক্ষের আপন বড়ভাই সেকেন্দার আবু জাফর মোড়ল।
মঙ্গলবার (২৩ মে) খুলনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয় দাঙ্গাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আবুল কালাম আজাদ এবং আহসান হাবিব উভয়ে বিভিন্ন সময়ে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বাদী সেকেন্দার আবু জাফরকে হত্যার হুমকি দিয়ে আসছে। বিভিন্ন সময়ে বাদীর নিজ বসতবাড়িতে আক্রমণ ও ক্ষতিসাধন করা হয়।
আবুল কালাম আজাদ ও আহসান হাবীবের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা উল্লেখ করে বিগত সময়ে সেকেন্দার আবু জাফর মোড়ল ফুলতলা থানায় জিডি করেছেন এবং সর্বশেষ গত ১৯ মে ২০২২ তারিখে আবুল কালাম আজাদ এবং আহসান হাবীব বাদীকে হত্যার হুমকি দেওয়ায় নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
ওডি/এসএস
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড