আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন- দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহম্মেদ স্বপন।
আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুরের ১৪ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড