রফিক খান, মানিকগঞ্জ
নিখোঁজের একদিন পর মানিকগঞ্জের যমুনা নদীতে ভেসে উঠেছে নাসা গ্রুপের জেনারেল ম্যানেজার আহসান হাবিবের (৪৩) মরদেহ।
রবিবার (২২ মে) বেলা ১১টার দিকে ঘটনাস্থলের পাশে লাশ ভেসে উঠলে স্থানীয়রা টেনে তীরে নিয়ে আসেন।
এরআগে গত শুক্রবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ নদী রক্ষা বাঁধে স্ত্রী ও পুত্র সঙ্গে নিয়ে বেড়াত আসেন। এ সময় তাদের পাড়ে বসিয়ে রেখে সাঁতারে নেমে নিখোঁজ হয়েছিলেন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজের সন্ধান পায়নি।
নিহত আহসান হাবিবের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি কুনপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে সাভারের রেডিও কলোনি এলাকায় বাস করতেন। সাভারের আশুলিয়া এলাকার নাসা গার্মেন্টসের জেনারেল ম্যানেজার (ওয়াশিং) পদে তিনি কর্মরত ছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলের পাশে তার মরদেহ ভাসতে দেখে নৌকায় তুলে তীরে নিয়ে আসেন। স্বজনদের দেওয়া ছবি ও বর্ণনায় স্থানীয়রা তার মরদেহ সনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড