সারাদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ঝাড়ুমিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (২২ মে) বেলা ১১টায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগে ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দক্ষিণপাড়া হকবাড়ি থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। এরপর অষ্টগ্রাম মসজিদের সামনে সমাবেশ করে বিক্ষুব্ধরা।
সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ।
আরও পড়ুন : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটা
এ সময় বক্তারা বলেন, অষ্টগ্রামে অন্তত পাঁচটি পয়েন্টে মাদক বেচাকেনা হয়। মাদক কারবারিদের জন্য এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। মাদকসেবীরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের উক্ত্যক্ত করে। এলাকায় সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড