মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে আহত শাহ আলম (৫৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২২ মে) সকাল বেলা তার বড় ছেলে জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২১ মে) রাত ১টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বৃদ্ধ শাহ আলম উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বাগানবাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
জয়নাল আবেদিন বলেন, গত শুক্রবার ভোর বেলা প্রতিবেশী মানারুল ইসলামদের সাথে বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আমার বাবার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন। আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।
তিনি আরও বলেন, রবিবার সকাল বেলা বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মানারুলসহ ৬ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে আসামি করে মামলার জন্য এজাহার থানায় দিয়েছি।
আরও পড়ুন: স্কুল মাঠ দখল করে গাছের চারা রোপণ!
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ছেলে জয়নাল বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড