• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যা

  জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)

২০ মে ২০২২, ১৮:২৮
বৈদ্যুতিক শর্ক দিয়ে যুবককে হত্যা
হাসপাতালে আবদুল খালেকের মৃতদেহ (ছবি: অধিকার)

চট্টগ্রামের আনোয়ারায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আবদুল খালেক (৩০) নামের এক যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে মারামারিতে আহত হয়েছে ৮ জন। এতে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ মে) রাত একটায় উপজেলার জুইঁদন্ডি ইউনিয়নের খুরস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেক স্থানীয় মৃত হাসান মুরাদের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুইঁদন্ডি ইউনিয়নে খুরস্কুল এলাকায় জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে স্থানীয় মঞ্জুরা বেগমের পরিবারের সাথে নিহত আবদুল খালেকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় আবদুল খালেক নিজের চালিত সিএনজি আটোরিকশাটি বাড়িতে রেখে বের হলে সড়কে মঞ্জুরা বেগমের বৈদ্যুতিক তারে আবদুল খালেক শক খেয়ে পড়ে যায়, পরে মঞ্জুরা বেগম লোকজন নিয়ে তার ওপর হামলা করে।

এ সময় আবদুল খালেকের চিৎকারে তার স্বজনরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জমির হোসেন (৩৭), শাহাদত হোসেন (২৬), শহিদুর রহমান (৩২), শফিকুর রহমান, (৩২), নঈম উদ্দিন (৩৫),আনোয়ারা (৩০), কামাল উদ্দিন (৪০) ও ফেরদৌস আক্তার (২৬) আহত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবদুল খালেককে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সাজ্জাদ (২৩), মো. সেলিম (২৭), সামসুল আলম (৫০), মঞ্জুরা বেগম (৫০), আয়শা বেগম (৩০), শারমিন আক্তার (২৪), হ্যাপী আক্তার (১৯), গিয়াস উদ্দিন (২৮), মিজান (২৫) ও মো. আলমকে (৩০) আটক করে।

নিহত খালেকর ভাই মো. ফারুক বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে বৈদ্যুতি শক দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

আরও পড়ুন: একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, পূর্ব বিরোধের জের ধরে খুরস্কুল এলাকায় আবদুল খালেক নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

ওডি/এমকেএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড