• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, নারীসহ গ্রেফতার ২

  হামিদ রনি, নোয়াখালী

২০ মে ২০২২, ১৮:২৫
গাঁজাসহ আটটি তাজা গাছ উদ্ধার
গাঁজার আটটি তাজা গাছ উদ্ধার (ছবি : অধিকার)

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজাচাষের অভিযোগে কোহিনুর বেগম (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার সহকারী এনামুল হককেও (৩৫) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিক্রয়ের জন্য শুকানো দেড় কেজি গাঁজা ও পাঁচ কেজি কাঁচা গাঁজাসহ আটটি তাজা গাছ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া কোহিনুর বেগম ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাটমাঝিগো বাড়ির কামাল হোসেনের স্ত্রী এবং এনামুল হক ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এ ঘটনায় কোহিনুরের স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে।

আরও পড়ুন : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটা

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি কামাল হোসেন ও তার স্ত্রী কোহিনুর বেগম নিজেদের বাড়ির আঙিনায় গাঁজার বাগান করে দীর্ঘদিন ধরে এনামুলের মাধ্যমে বাজারে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম অভিযান চালিয়ে গাঁজা ও গাছ জব্দ এবং দুজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল হোসেন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড