জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)
কবিরাজের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী হলদিয়া পাড়া এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গত বৃহস্পতিবার (১৯ মে) রাত আড়াইটায় আব্দুর রহিম (৪০) নামের একজনকে হলদিয়া পাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে।
আটককৃত রহিম ওই এলাকার হারুন মেম্বারের বাড়ির মৃত আবদুর রহমানের পুত্র। এর আগে গত মঙ্গলবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নারী লক্ষীপুর জেলার কমল নগর থানার বাসিন্দা। তিনি বায়েজিদ নগরীর শেরশাহ এলাকায় বাসাভাড়া থাকতেন।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী ও তার এক স্বজনকে নিয়ে আবদুর রহিমের মাধ্যমে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরী থেকে বটতলী হলিদিয়া পাড়ায় এক কবিরাজের কাছে যান, সেখান থেকে কৌশলে হলুদিয়াপাড়া গ্রামের একটি সেচ পাম্পের ঘরে নিয়ে আব্দুর রহিম ও তার ৫ সহযোগী মিলে ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারী আনোয়ারায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আবিদুর রহিমকে গ্রেফতার করে।
আরও পড়ুন: বেপরোয়া গতি কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ভুক্তভোগীর ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড