আনোয়ার পারভেজ, নাটোর
নাটোর শহরের কানাইখালি এলাকায় ছোটভাই জনি শেখ হত্যা মামলায় বড় ভাই জাহাঙ্গীরকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ জানুয়ারি সকালে ছোট ভাই জনির বাসায় কুকুর পালনকে কেন্দ্র করে বড় ভাইয়ের বউয়ের সাথে ছোট ভাইয়ের বউয়ের ঝগড়া হয়। এর জেরে বড় ভাই জাহাঙ্গীর ছোট ভাই জনিকে মারপিট করে আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন জনির স্ত্রী পলি বেগম বাদী হয়ে নাটোর সদর থানায় হত্যা মামলা করে। মামলার তদন্ত শেষে পুলিশের এসআই জাহাঙ্গীর আলম ওই বছরেরই ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
আরও পড়ুন : সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মামলার দীর্ঘশুনানি শেষে বৃহস্পতিবার ঘটনার সাথে আসামির সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীর শেখকে ওই দণ্ডাদেশ ও ভাবী বিলকিছ বেগমকে খালাস প্রদান করেন। মামলার রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড