সারাদেশ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে মাটি খননযন্ত্রের নিচে চাপা পড়ে মাবিয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাবিয়া বেগম ওই গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তায় ধান শুকাচ্ছিলেন মাবিয়া বেগম। এ সময় একটি মাটি খননযন্ত্র এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাবিয়া বেগম কানে কম শুনতেন বলে জানান তারা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড