মাহফুজ আলম প্রিন্স, রংপুর
রংপুরে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারের উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ অধিদফতরের পরিচালক ফরহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান।
কর্মশালায় মাটির উপরি ভাগের উর্বর জমির ক্ষয়,উৎপাদন হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি,কয়লার ব্যবহারে পরিবেশ ও বায়ু দূষণ সহনীয় উন্নয়ন কাজে ব্যবহারের জন্য পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মাটি ও কয়লা পুড়িয়ে ইটের বিকল্প হিসেবে ব্লক ইট নির্মাণের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের শিক্ষক আতিউর রহমান।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড