মো. আফসার খাঁন বিপুল, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকায় সবুজ আন্দোলনের কালিয়াকৈর সমন্বয়কারী মো. আফসার খাঁন বিপুলের নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈরে সবুজ আন্দোলনের প্রস্তাবিত সভাপতির সভাপতিত্বে প্রস্তাবিত সাধারণ সম্পাদকের পরিচালনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পরিচালক আলম শাইন।
এ সময় তিনি বলেন, সবুজ আন্দোলনকারী দেশ ও দশের জন্য কাজ করে। পরিবেশের জন্য কাজ করে। গাজীপুরে যে পরিমাণ গাছ-পালা, বৃক্ষরাজি থাকার কথা তা কিন্তু নেই। তাছাড়া গাজীপুরে শিল্প কারখানা থাকার কারণে এখানে বায়ূ অনবরত দূষিত হচ্ছে। এভাবে যাতে পরিবেশ দূষণ না হয়, আমরা জানি নিজের পায়ে নিজে কুড়াল না মারি সে কথা জনসাধারণকে বোঝানোই সবুজ আন্দোলনের কাজ।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার করে গলায় ফাঁস দিলেন স্বামী
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর সবুজ আন্দোলনের সমর্থনকারী রকি মন্ডল, নাহিদ হোসেন, রাব্বি হোসেন (লগিন), নাজমুল ইসলাম, আজিম মন্ডলসহ আরও অনকেই। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন কালিয়াকৈর সবুজ আন্দোলনের সদস্যবৃন্দ।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড