মো. রাফিকুর রহমান লালু
রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
মঙ্গলবার (১৭ মে) রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানা পুলিশ ও পুঠিয়া (সার্কেল) সহকারী পুলিশ সুপার ইমরান জাকারিয়া।
দুর্গাপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে মাদকাসক্ত ভ্যানচালক স্বামী সুলতান ঠাটারু (৪২) স্ত্রী ইসনাহার (৩৬) অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতো। এ জন্য স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া ও নির্যাতনের ঘটনা ঘটতো বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী আরও জানায়, পরকীয়ার জের ধরে গতকাল মঙ্গলবার রাতে মৃত সুলতান ঠাটারুর বাড়িতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার পর স্ত্রীকে হত্যা করেন সুলতান ঠাটারু। এরপর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের পুত্র বাপ্পি হোসেন ঠাটারু এই বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : ডিসি অফিস ঘেরাও
এ বিষয়ে নিহতের পুত্র বাপ্পি হোসেন ঠাটারু সাংবাদিকদের বলেন যে, তার মাদকাসক্ত পিতা সুলতান ঠাটারু দীর্ঘদিন থেকে কোনো কাজকর্ম করতেন না। এমনকি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে তার মায়ের সাথে সব সময় ঝগড়া বিবাদে জড়াতেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড