মোহাম্মদ আবদুর রহিম, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা'সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যার পর উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনে বিশেষ অভিযানে ইয়াবাসহ কারবারিকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. আনিসুর রহমান (৩১)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড়ের জলপাইতলী এলাকার ফকির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার ইয়াহিয়া গার্ডেনে থানা পুলিশের বিশেষ অভিযানে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৬ হাজার একশ ১২পিস ইয়াবা জব্দ পুলিশ। পরে রাত সাড়ে ১১টার দিকে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্টু সাহা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড