সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। রবিবার (১৫ মে) সন্ধ্যা ৬ টায় কামারখন্দের ঝাঐল ইউনিয়নের চালা সাবাজপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
সোমবার (১৬ মে) আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা উপজেলার চালা গ্রামের করিম সরকারের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও বগুড়া জেলার সদর থানার জাহানাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।
র্যাব ১২ এর মিডিয়া অফিসার মো. সোহরাব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড