শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ সিটি হাসপাতালে অভিযান চালিয়ে ডা. মাইন উদ্দিন নামক এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ মে) সকালে এ অভিযান চালানো হয়। পরে ভ্রমমাণ আদালত বসিয়ে ওই ভুয়া ডাক্তারকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, চকরিয়া পৌরসভা ও বাস টার্মিনাল সহ আশপাশ এলাকায় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গজে উঠেছে। সেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা ও জনগণের সাথে চরম ভাবে প্রতারণা করে আসছে।
বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালায় চকরিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের নেতৃত্বে একটি টিম। এ সময় ডা. মাইন উদ্দিন নামক একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়। এমবিবিএস ডাক্তার পরিচয় দিলে আসলে তিনি এমবিবিএস ডিগ্রীধারী নয়। তার সব কাগজপত্র ভুয়া।
চকরিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া ডাক্তার মাঈনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা ও অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড