সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ১২শ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ আশিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আশিকুর রহমান রংপুরের গোবিন্দপুর কানিপাড়া গ্রামের মৃত আব্দর রশিদের ছেলে।
রবিবার (১৫ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ভুয়া কাবিনে স্ত্রী দাবি তুলে নেওয়ার চেষ্টা
এ সময় ওই বাসের যাত্রী আশিকুর রহমানের দেহ তল্লাশি করে ১২শ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড