মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
অবশেষে নিখোঁজের তিনদিন পর রাজশাহীর বাঘায় পদ্মার চরের পেয়ারা বাগান থেকে সেন্টু আলী (৫০) নামে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্রের পাশের এক পেয়ারার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সেন্টু উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিন চৌকিদারের ছেলে। সেন্টু আলী গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরবর্তীকালে বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্রের পাশে আবদুল খালেকের পেয়ারা বাগানে দুই শ্রমিক আছান আলী ও আবদুল্লাহ কাজে যায়। এ সময় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বাঘা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার ডান পা শেয়ালে খাওয়া কিছুটা ক্ষতবিক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করে।
নিহতের ভাগ্নে আকরাম হোসেন বলেন, আমার মামা পদ্মার চরের মধ্যে আবাদ করা ফসল রক্ষণাবেক্ষণের জন্য প্রহরী হিসেবে কাজ করতেন। তিনি নিখোঁজ হওয়ার তিনদিন পর মাঠে তার লাশটি পাওয়া গেল। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, এ বিষয়ে কিছুই বুঝতে পারছি না।
এ ব্যপারে নিহত সেন্টু আলীর স্ত্রী মাহমুদা বেগম বলেন, আমরা দরিদ্র মানুষ। আমার স্বামী মাঠ প্রহরী হিসেবে কাজ করতেন। এক ছেলে ও দুই মেয়েকে অন্যত্রে বিয়ে দেওয়া হয়েছে। প্রহরী হিসেবে এতদিন যা পেত; তা দিয়ে কোনো রকমে আমরা দুইজন স্বামী-স্ত্রী দিন চালাতাম। এখন আমি কি করবো? এই হত্যার কারণ হিসেবে আমি কিছুই জানতে পারিনি।
আরও পড়ুন : নিখোঁজ সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন মা
ঘটনার সত্যতা জানতে চাইলে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। এরপর তা মর্গে প্রেরণ করা হয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড