এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উবায়েদ হোসেন (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া (শিমুলতলা) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আলহাজ্ব সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঘরের ছাদের উপরে রড সারিবদ্ধ করে রাখার কাজ করছিলেন উবায়েদ মিয়া। এ সময় হঠাৎ অসাবধানতাবশত বাড়ির উপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের মেইন তারে রড লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সয়াবিন তেলের খনির সন্ধান!
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড