কাজী রিপন, টাঙ্গাইল
টাঙ্গাইলের পৌরশহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র্যাব। শনিবার (১৪ মে) ভোরে পৌরশহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় একটি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, পৌরশহরের পূর্ব আদালতপাড়া এলাকার হাসমত আলীর ছেলে মেহের আলী (৪৪), একই এলাকার মৃত সাকুমুদ্দিনের ছেলে জুলহাস মিয়া (৫০)।
আরও পড়ুন : পুলিশের জালে শীর্ষ সন্ত্রাসী ও ভয়ংকর চাঁদাবাজ
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড