নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার সান্তাহার রেলওয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সকালে সান্তাহার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩০ মিনিটের ব্যবধানে চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ১২ মে সান্তাহার স্টেশন প্লাটফর্ম এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জেলার আদমদীঘি থানার ফরিদ ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২২), জয়পুরহাট জেলার সদর থানার শান্তিনগর এলাকার মৃত গাজী মোতালেবের ছেলে রাসেল (৪০) ও নওগাঁ জেলার সদর থানার মৃত তোরাব আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫)।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ৩টি বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় ১টি চুরির মামলা, বিপ্লব হোসেনের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ২টি চুরির মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও রাসেলের বিরুদ্ধে জয়পুরহাট থানায় চুরির মামলা আছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড