নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অভিযানে ১৮ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ রুহুল আমিন সাগর (৩৯) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মে) দুপুর ২টায় রেলস্টেশনে ৩নং প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল আমিন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভর তেতুলিয়া এলাকার মৃত আব্দুস সাত্তার খাঁনের ছেলে।
আরও পড়ুন: সুদের ফাঁদে ফেলে কিডনি বিক্রি
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ বগিতে নেশাদ্রব্য নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুহুল আমিন পালানোর চেষ্টা করলে প্লাটফর্মের বুকিং অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড