এমদাদুল হক লালন বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন হয়েছে।
শনিবার (১৪ মে) সকালে নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার ছরুয়ার আলম, আ. লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন বনাম নিলক্ষিয়া ইউনিয়ন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড