শুভঙ্কর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার পদ্মা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি পদ্মা নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে আমিসহ নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে।
ফরিদপুর থানার নৌ পুলিশে দায়িত্বে থাকা এসআই রুহুল আমীন জানান-অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড