নেহাল আহম্মেদ প্রান্ত,আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভিযান চালিয়ে মজুদ করা ১হাজার ৫০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২মে) সন্ধ্যা ৭টায় সান্তাহার জয় ট্রেডার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘর থেকে এসব তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।
এ সময় আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমারের নেতৃত্ব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামে ক্রেতাদের নিকট তাৎক্ষণিক বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সয়াবিন তেল বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি রোধকল্পে বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক বিভিন্ন বাজারে মনিটরিং শুরু করেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহারস্থ জয় ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘরে অভিযান চালিয়ে মজুত করা ৮০ কার্টুন ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল প্রায় ১ হাজার ৫০০ লিটার জব্দ করেন। পরে জব্দকৃত সয়াবিন তেল ৫ লিটারের প্রতি বোতল নির্ধারিত ৭৬০ টাকা দামে ভোক্তাদের নিকট তৎক্ষনিক বিক্রি করা হয়।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড