শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় চাম্বল বাজারের ফল ব্যবসায়ী তমিজ উদ্দিন (৩২) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মে) সকাল ১০টায় বাঁশখালী প্রধান সড়কের মিয়ারবাজার এলাকায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তমিজ রাত ৯ টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম চাম্বল জামাল উদ্দিন মাওলার বাড়ির ছমুদুল হকের ছেলে। নিহত তমিজ উদ্দিন ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
স্থানীয় ব্যবসায়ী মোফাচ্ছেল হোসেন দৈনিক অধিকারকে বলেন, শুক্রবার তমিজ উদ্দিন সাতকানিয়া থেকে মালের চালান কেটে বাঁশখালীর উদ্দেশ্যে ফেরার পথে পৌরসভার মিয়ার বাজার এলাকায় সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তমিজ উদ্দিন সিএনজির সামনের সীটে বসেছিল। দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি সিএনজির সাথে ধাক্কা লাগলে প্রথমে সিএনজি যাত্রী তমিজের হাঁটুতে আঘাত লাগে, পরে বুকে প্রচণ্ড আঘাত পায় সে। ঘটনাস্থল থেকে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমিজকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করেন।
নিহতের ফুফি লুৎফ্ফন্নেছা বলেন দৈনিক অধিকারকে, তমিজের অবস্থা গুরুতর হওয়ায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চমেক প্রেরণ করেন। চমেকে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ৯টায় তিনি মারা যান।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড