মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপিন রায় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মে) বিকালে উপজেলার ভাংবাড়ি বাজেবাকসা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সপিন বাচোর ইউনিয়নের বাজে বকসা গ্রামের হাকিম রায় বগার ছেলে। বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত সপিন কাঠ মিস্ত্রির কাজ করতেন প্রতিদিনের মতো আজকেও তিনি একই গ্রামের সম্পর্কিত মামার বাড়িতে কাজ করতে যান। কাজ করাকালে হঠাৎ ওই বাড়ির বিদ্যুতের তারে শক লেগে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, সঙ্গীয় ফোর্সসহ আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড