রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা
গাইবান্ধার সদর উপজেলায় বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে আফসানা নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফসানা ওই গ্রামের আরিফ হোসেনের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মুঠোফোন জানান, প্রতিবেশী অন্যান্য শিশুরা বিকেলে বৃষ্টির পানিতে গোসল করতে যায়। এ সময় শিশু আফসানা ওই শিশুদের পিছনে গিয়ে ডোবার পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন শিশু আফসানাকে খুঁজতে থাকে। খোঁজার একপর্যায়ে শিশু আফসানাকে ডোবায় দেখতে পায় স্থানীয়রা। পরে ওই শিশুকে উদ্ধার করে মোটর সাইকেলযোগে সদর হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ (৩৩) ও উষান চন্দ্র (৩৫) নামে দুই যুবক আহত হয়। এ সময় আশেপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন : মাদক কারবারির ছুরিকাঘাতে আহত ৪
এদিকে দায়িত্বরত চিকিৎসক শিশু আফসানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড