কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) দুপুরের দিকে রানীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। আহত ৩ জনের মধ্যে শরিফুল মণ্ডল নামে গুরুত্বর আহত ১ জনকে উন্নত চিকিৎসায় রাজশাহী মেডিক্যালে নেওয়া হয়েছে।
স্বজনরা জানান, দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় রানীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে পাকা সড়কে পড়ে গেলে আহত হয় তিনজন। তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নিলে গুরুতর আহত শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠান চিকিৎসকরা। তার ডান পা, ডান হাত, ও মুখে মারাত্মক জখম হয়েছে।
তবে নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলামের দাবি, তারা ভুল সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং একই মোটরসাইকেলে ৩ জন ছিলেন। আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাসও দেন তিনি।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড