মোহাম্মাদ শাহআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহ পৌরসভা থেকে জামানতের টাকা ফেরত ও ক্ষতিপূরণ আদায়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা।
শুক্রবার (১৩ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানীরা অংশ নেয়।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পৌরসভার কার্যসহকারী হাবিবের মাধ্যমে প্রায় অর্ধশত ব্যবসায়ী পৌর ট্রাক টার্মিনাল এলাকায় দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিল। গত ৯ মে সড়ক ও জনপথ বিভাগ সড়কের জায়গায় স্থাপন করা ওই সব দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান উচ্ছেদ করে দেয়। এতে ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন পৌরসভায় গেলে পৌর কর্তৃপক্ষ কোনো দায়ভার নিচ্ছে না। তাই ব্যবসায়ীরা তাদের দেওয়া জামানতের টাকাসহ ক্ষতিপূরণ দাবি করেন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড