আলমগীর মণ্ডল, মিরপুর, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে তিন দোকানে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার পোড়াদহ বাজারে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী সাকিব ফার্মেসিকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে সয়াবিন পাম ও সরিষার তেল গুদামজাত করার অপরাধে কৃষি বিপন্ন আইনে মেসার্স পাল ভাণ্ডারকে ২০ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত মৎস্য ও পশুখাদ্য বিক্রয় করায় মৎস্য ও পশুখাদ্য আইনে ভাই ভাই ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) হারুন-অর রশিদ মিরপুর উপজেলা প্রাণী সম্পদ দফতরের ভেটেনারী সার্জন সোহাগ রানা এবং মিরপুর থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড