মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীতে ভোজ্যতেল মজুদকারীদের বিরুদ্ধে ভাম্যমান আদালত পরিচালনা করেছে নরসিংদী জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মে) বিকালে নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা ও মাধবদী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনা মোতবেক বাজার মনিটরিং এবং বাজারে তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণের অংশ হিসেবে জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় পূর্বে কম দামে কিনে অবৈধভাবে মজুদকৃত ১১৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এই সময় কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে তেল মজুদের অপরাধে একতা স্টোরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫০ হাজার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুস সালাম এবং জেলা কৃষি বিপণ কর্মকর্তা নাজমুল হকসহ জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড