মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বুধবার (১১ মে) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ি এলাকার মৃত জাফর আহামদের ছেলে আবছার মিয়া, বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ নগর পাড়া এলাকার মৃত মো. আবদুল জলিলের ছেলে মো. আবদুল করিম, কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার শামসুল আলমের ছেলে মুহাম্মদ জসীমউদ্দিন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল, গোপন সংবাদ পেয়ে তাদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড