শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে মানসিক প্রতিবন্ধী এক শিশু (১৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৫৫) নামে এক ক্বারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কাউয়াকুড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল ওয়াদুদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস খাঁ এর ছেলে। সম্পর্কে তারা প্রতিবেশী নানা-নাতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী ওই শিশুর প্রতিবেশি এবং সম্পর্কে নানা আব্দুল ওয়াদুদ। বৃহস্পতিবার নাতির বাড়ি খালি পেয়ে তার ঘরে কৌশলে ডুকে যান আব্দুল ওয়াদুদ। পরে ঘুমন্ত নাতির পরনের কাপড় খোলে ধর্ষণ করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল ওয়াদুদকে আটক করে। আর ভুক্তভোগী ওই শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আব্দুল ওয়াদুদকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : এক গোডাউনেই মিলল ৪০ হাজার লিটার সয়াবিন
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল বলেন, এ মামলায় আসামি একজনই। সে পেশায় একজন ক্বারি।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড