আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে ঘূর্ণিঝড় অশনির বাতাসে তিনতলা ভবনে ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে শফিকুল আলম চৌধুরী (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলেংগারা গ্রামের হেদায়েত আলী সারাংয়ের বাড়ির মৃত গোলাফুর রহমান চৌধুরীর ছেলে।
বুধবার (১১ মে) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লেলেংগারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির বাবুল জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় অশনির হালকা বাতাসে বাড়ির তিনতলা ভবনে একটি গাছ ভেঙে পড়ে। সেই গাছের ডালপালা কাটতে তিনতলা ভবনের ছাদে উঠেন আমার ছোট ভাই শফিকুল। ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে. কে. মেমোরিয়াল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন : এক গোডাউনেই মিলল ৪০ হাজার লিটার সয়াবিন
চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড