মাহফুজ আলম প্রিন্স, রংপুর
রংপুর নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের হোতা মো. নাজমুস সাকিবকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১১ মে) রাতে রংপুর নগরীর আদর্শ-পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৭ মে রাতে গাইবান্ধা পলাশবাড়ী থানার ব্যবসায়ী মো. আব্দুল মোন্নাফ সরকারের (৪২) ব্যবহৃত একটি মোটরসাইকেল নুনিয়াগাড়ী আশা অফিসের গ্যারেজ থেকে চুরি হয়। পরের দিন ওই ব্যবসায়ীকে কেউ একজন ফোন করে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা পেলে তার মোটরসাইকেল ফেরত দেওয়া হবে জানানো হয়। এ ঘটনার পর আব্দুল মোন্নাফ গাইবান্ধার পলাশবাড়ি থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এরপর অনুসন্ধানে নেমে রংপুর নগরীর আদর্শপাড়া এলাকা থেকে চোর চক্রের হোতা মো. নাজমুস সাকিবকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চোর চক্রের সদস্য নাজমুস সাকিব বিভিন্ন প্রতারণার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদেরকে আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক নাজমুস সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড