আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় প্রবাসীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে রাশেদ ওরফে সুদি রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (৬ মে) রাত সাড়ে নয়টার দিকে বিবিরহাট বাজার থেকে অভিনব কায়দায় তাকে আটক করা হয়। একই অভিযোগে আগের দিন মধ্যরাতে রাশেদের বড় ভাই খালেদকে আটক করে র্যাব।
আটককৃত দুই ভাই পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকার হাজী সিরাজুল হক মিস্ত্রিবাড়ির নুরুল ইসলামের ছেলে।
এর আগে রাশেদ ও খালেদের বিরুদ্ধে রাস্তায় গতিরোধ করে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেন প্রবাসী ওসমানের বড় ভাই শাহজাহান।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী ওসমান ইদের ৩/৪ দিন আগে যাকাত দেওয়ার উদ্যোগ নিলে রাশেদ ও খালেদ যাকাতের টাকা তাদের মাধ্যমে বিতরণের জন্য চাপ দেয়। এতে ওসমানের পরিবার রাজি না হলে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ৪ মে ওসমান বিদেশে চলে যাওয়ার দিন বাড়িসংলগ্ন এলাকায় গতিরোধ করে চাঁদা দাবি করে দুই ভাই। আটক রাশেদের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্বসহ সহজ-সরল মানুষের নিকট সুদের মাধ্যমে টাকা লাগিয়ে স্ট্যাম্প সৃষ্টি করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ আনোয়ার বলেন, এজাহারনামায় আসামি রাশেদ ও তার ভাইকে আইন প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড