মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)
সাটুরিয়ায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উওোলন করার অভিযোগে জব্দকৃত ভেকুর মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মে) সন্ধ্য ৬টার দিকে উপজেলার বালিয়াটী ইউনিয়নের বনমালিপুর গ্রামে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান ও আদায় করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
এর আগেও একই স্থান থেকে গত ১ মে দুপুরে অভিযান চালিয়ে ড্রেজার মালিক বালিয়াটি ই.উ.পি সদস্য বুলবুল ইসলামকে মাটি খননের স্থানে না পাওয়ায় ভেকু জব্দ করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগের ভিওিতে বনমালিপুর গ্রামে ফসলি জমিতে ই.উ.পি সদস্য বুলবুল ইসলাম অবৈধ ভাবে ফসলি জমির মাটি ভেকুদিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করছে। এতে অন্যান্য জমি, রাস্তা-ঘাট, ব্রিজ ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড