কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতারঘাট কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া অপূর্ব সাহার (১৯) মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) ভোর সাড়ে ৬ টার দিকে লাশটি নদীর পার থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫.৪৫ মিনিটে শিলছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা এনামুল হক বাচ্চু কৃষিকাজে বাগানে যাওয়ার সময় লাশটি সীতারঘাটের পাশে ভেসে থাকতে দেখে। পরে স্থানীয় প্রশাসন, ইউপি সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে ভোর সাড়ে ৬ টায় লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে বুধবার পর্যটক নিখোঁজের ঘটনায় ২ জনের প্রাণহানি হলো।
প্রসঙ্গত, গত বুধবার আনুমানিক ১২টায় চট্টগ্রাম শহর থেকে ৬ বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে আসে এবং দেড়টার দিকে কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় গোসল করতে নেমে ২ বন্ধু নদীতে নিখোঁজ হয়। বুধবার লোকেশ বৈদ্য নামে কলেজ পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করা গেলেও অপূর্ব সাহা লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি।পরে ১৫ ঘণ্টা পর অপর লাশটি বৃহস্পতিবার নদীর পারে ভেসে ওঠায় উদ্বার করা হয়।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড