সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।
বুধবার (১১ মে) দুপুরে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালানো হয়। এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে আরও দুটি মুদি দোকানে উচ্চমূল্যে তেল বিক্রি করার অভিযোগে প্রত্যেককে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড