মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
ডায়রিয়া আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার (১১ মে) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। সুচিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামরুল ইসলামকে রামেক হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল নয়। ভর্তির পর থেকে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কামরুল ইসলামের শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। বিপি কমে গেছে। তাঁর জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড