নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি বগুড়া
বগুড়ার আদমদীঘিতে এমরান হোসেন মিশু (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার উথরাইল আকন্দপাড়া গ্রামে তার নিজ শয়ন কক্ষ থেকে খাটে হাঁটু লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মিশু ওই এলাকার আশরাফ আলীর ছেলে। উদ্ধারের সময় তার ঝুলন্ত মরদেহ খাটে হাঁটু লাগানো অবস্থায় থাকায় তার মৃত্যুকে রহস্যজনক মনে করছেন কেউ কেউ।
জানা যায়, গত সোমবার (৯ মে) সেচের কাজ শেষে রাত ১১ টার সময় নিজ ঘরে ঘুমাতে যায় সে। পরেরদিন সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ পায় না। পরে দরজার ফাঁক দিয়ে তারা দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থাই ঝুলছে সে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
মিশু কি আত্মহত্যা করেছে নাকি অন্য কোন কারণ আছে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, মিশুর ঝুলন্ত মরদেহের হাঁটু খাটে লাগানো অবস্থায় পাওয়া যায়। তাই তার মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড