মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ টি মুদি দোকান, ১ টি কুলিং কর্ণার ও ১ টি কাঁচা বাজারের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ মে) দিনগত রাত ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলো সগির আহম্মদ, ফিরোজ, বশর, আনোয়ার। আগুনে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী দোকান মালিকদের।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর স্টেশনের দুইটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কয়েকটি দোকান পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড