এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে চোলাই মদসহ খোরশেদ আলম (৪০) ও জাহাঙ্গির আলম (৪৫) নামের দু’জনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
সোমবার (৯ মে) মধ্যরাতে বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের খায়ের মঞ্জিলের পিছনের রাস্তার পোলের ঘোড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একশ বিশ লিটার চোলাই মদ উদ্ধার করেন পুলিশ।
গ্রেফতারকৃত খোরশেদ আলম বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভাপতি শামীম আরা বেগমের ভাই বলে জানা গেছে। অন্যজন ধৃত মো. জাহাঙ্গির আলম পশ্চিম গোমদন্ডী এলাকার বহদ্দারপাড়ার মনির আহমদের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম বলেন, বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মদ পরিবহনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড